নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান চৌধুরীঃ অদ্য ১২/১/২০২১ইং তারিখ রাত অনুমান ১২ঃ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানাধীন বুড়িশ্বর ইউনিয়নের আনন্দপুর-তিলপাড়া পাকা রাস্তার আনন্দপুর ব্রিজ থেকে আনুমানিক ২০ ফুট সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক মোঃ আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল এর দিক নির্দেশনায় এ,টি,এম আরিচুল হক অফিসার ইনচার্জ নাসিরনগর থানা, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ কবির হোসেন সহ সহ বুড়িশ্বর ও ফান্দাউক এলাকায় রাত্রিকালীন অভিযান টিম এসআই আরিফুর রহমান সরকার, তার সঙ্গীয় এএসআই দুলাল মিয়া, এসআই খোকন মিয়া ২, এএসআই নিবারণ চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সসহ সুকৌশলে ঘটনাস্থলে পৌঁছে ১২ জন ডাকাতকে দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, লোহার রড, ছোরা ও পল সহ আটক করে। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে নাসিরনগর মামলা নং-৯, তারিখ ১২/১/২১ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।
আরো পড়ুনঃ
আটককৃত ডাকাতরা হলেন, ১। জলিল মিয়া (২৭) পিতা মৃত জলফু মিয়া সাং নাসিরনগর, ২। সোহেল মিয়া (২০) পিতা ছুর রহমান সাং (৩ নং ওয়ার্ড) চাপরতলা ৩।সজল মিয়া (২৪) পিতা কামাল মিয়া সাং বুড়িশ্বর ৪। মোঃ নাদিম মিয়া (২০) পিতা মোঃ আমিন মিয়া সাং (১নং ওয়ার্ড খান্দুর বাড়ি) মির্জাপুর, মাধবপুর, হবিগঞ্জ ৫। আব্দুল আজিজ (২০) পিতা মৃত আব্দুল হামিদ সাং বামৈ, লাখাই, হবিগঞ্জ ৬। মোঃ সাফি উদ্দিন (২০) পিতা মোঃ ফরিদ মিয়া সাং শ্রীঘর ( লম্বাহাটি) বুড়িশ্বর, নাসিরনগর ৭। শাহজাহান মিয়া প্রকাশ মামুন (২৬) পিতা মোঃ বরজু মিয়া, গ্রাম লক্ষীপুর, বুড়িশ্বর, নাসিরনগর ৮। মোঃ সরাজ মিয়া(২০) পিতা কামাল মিয়া গ্রাম গুনিয়াউক (২নং ওয়ার্ড ) নাসিরনগর ৯। শামীম (৩০) পিতা অজ্ঞাত গ্রাম ফান্দাউক, নাসিরনগর ১০। তারেক মিয়া (২৮) পিতা জাকির হোসেন গ্রাম চাপরতলা,নাসিরনগর ১১। আলমগীর (৩০) পিতা অজ্ঞাত গ্রাম পূর্বভাগ, নাসিরনগর ১২। ধনু মিয়া (৩০) পিতা অজ্ঞাত গ্রাম গুনিয়াউক নাসিরনগর।