কুমিল্লা জেলা জজ আদালতের এডভোকেট নিগার সুলতানা (লিনা) কে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্মরক নং সলিসিটর / জিপি-পিপি (কমিল্লা)-২৫/২০০৯-০৭, তারিখ ১৩-০১-২০২১ এর স্মারক মূলে চোরাচালান রোধ সম্পর্কিত ট্রাইব্যুনাল, বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় কুমিল্লার জেলা প্রসাশকের কার্ষালয়ে জেলা প্রশাসক আবুল ফজল মীর এর নিকট যেগদান পত্র জমা দেন সদ্য নিয়োগ প্রাপ্ত চোরাচালান রোধ সম্পর্কিত ট্রাইব্যুনাল, বিশেষ পিপি এডভোকেট নিগার সুলতানা। নিগার সুলতানা (লিনা) ২০/১০/২০০২ ইং সনে আইনজীবী হিসেবে এনরোলমেন্ট নিয়ে ২৭/১০/২০০২ইং সনে কুমিল্লা বার এসোসিয়েশনে যোগদান করেন।
তিনি আইনজীবী হিসেবে কুমিল্লা বার এসোসিয়েশনে ১৯ বছর যাবৎ আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ২ মেয়াদে টানা ১০ বছর এপিপি হিসেবে কুমিল্লার আদালতে সফলতার সাথে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন। এডভোকেট নিগার সুলতানা এনটিভি টেলিভিশনের কুমিল্লা অঞ্চলের ষ্ট্যাফ করস্পন্ডেনট মোঃ জলাল উদ্দিনের সহধর্মনী, সদ্যপ্রয়াত অধ্যাপক আবদুল মান্নান এর পুত্রবধু।