এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঘরের চালের উপর বড়ই শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মর্মান্তিক মৃত্যু ঘটলো শিশু মুস্তাকিমের (১০)। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা এলাকায় ঘটে এই মর্মান্তিকতা। নিহত মোস্তাকিম উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের পশ্চিমপাড়ার সহিদ মিয়ার পুত্র।
আরো পড়ুনঃ
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে গাছ থেকে পাড়া বড়ই শুকানোর জন্য টিনের ঘরের চালে ওঠে শিশু মুস্তাকিম। ঘরের চালের টিনের সাথে লেগে থাকা বিদ্যুতের ঝুলন্ত তারের দিকে খেয়ালই ছিলোনা শিশুটির। বিদ্যুতের ওই ঝুলন্ত তারের সাথে স্পর্শিত হয় মুস্তাকিম। মা শাহানা বেগম ছেলেকে ঘরের চালের উপর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন৷ পরে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু মুস্তাকিমকে উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এ.বি.এম. মূসা চৌধুরী শিশু মুস্তাকিমকে মৃত ঘোষণা করে বলেন, ‘হাসপাতালে আনার অনেক আগেই সে মারা গেছে৷ পরবর্তীতে পরিবারের লোকেরা মুস্তাকিমের লাশ নিয়ে বাড়িতে চলে যায়।