এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক নিলেন সর্বপ্রথম ভ্যাকসিন।এর মধ্যদিয়েই ব্রাহ্মণবাড়িয়া জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোভিড-১৯ এর টিকা কার্যক্রম। রোববার দুপুরো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
আরো পড়ুনঃ
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে জেলায় প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। এরপর সিভিল সার্জন ডা. মোহাম্মাদ একরাম উল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবু সাইদ সহ চিকিৎসকগণ করোনার ভ্যাকসিন নেন। টিকা কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ শওকত হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমূখ।
জেলা সদরের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও বিভিনন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯টি টিকাদান কেন্দ্রে একযোগে ৩৪টি টিম টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। গঠিত ৩৪টি টিমে ৬৮ জন টিকাদান কর্মী এবং ১৩৬ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। উল্লেখ্য, কোভিড-১৯ এর টিকা কার্যক্রমে অনলাইনে নিবন্ধিত ব্যক্তিগণকে এই টিকা দেয়া হচ্ছে। ইতিমধ্যে জেলার সবক’টি উপজেলায় এক লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে।