আখাউড়ায় পৃথক ডাকাতির ঘটনায় চারজন আহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক ডাকাতির ঘটনায় আহত হয়েছেন মহিলাসহ চারজন। এসময় ডাকাতরা দুই বাড়ি থেকে লুটে নিয়েছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্রাদি উদ্ধার করেছে।
শুক্রবার (১২ মার্চ) ভোরে জেলার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এবং দ্বিজয়পুর গ্রামে ঘটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় আহতেরা হলেন সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৫)। তারা হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়ার বাড়িতে ১০-১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় বাড়ির লোকজন বাঁধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মালামাল লুটে সটকে যায়।এর আগে পৃথক ডাকাতির ঘটনায় একদল ডাকাত দ্বিজয়পুর গ্রামের সৌদিআরব ফেরত সিরাজ মিয়ার বাড়ি থেকে ৭৫ হাজার টাকা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের সব মালামাল তছনছ করে। কাছাকাছি সময়ে পৃথক ডাকাতি ঘটনার খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের ফেলে যাওয়া বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আখাউড়া থানার পরিদর্শক (ওসি) রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্বিজয়পুরের সিরাজ মিয়ার বাড়িতে ডাতাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনায় অস্ত্র উদ্ধার হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।’

Post Under