১৫ মার্চ ২০২১ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও বর্ণাঢ্য ট্রাক শো অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহযোগিতায় কুমিল্লা জেলাপ্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কুমিল্লার সুযোগ্য জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান, সদও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহান সরকার পিপিএম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, রেস্তোরা মালিক সমিতির সেক্রেটারি নাছিরুল আলম মজুমদার, দোকান মালিক সমিতির সদস্য মাহবুব মেহেদী, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল আলম শিপন, নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান, শিক্ষা অফিসার আব্দুল মজিদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোক্তা অধিকার রক্ষায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সোচ্চার ছিলেন। আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, দিনশেষে আমরা সবাই ভোক্তা। একজন ব্যবসায়ী একটি পণ্য বিক্রি করলেও তিনি অন্য পণ্যের ক্রেতা। সুতরাং নিজেদেও অধিকার সুরক্ষায় আমাদেও সোচ্চার হতে হবে। এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আমাদের প্লাস্টিক ব্যবহারে আরও সচেতন হতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিহার করতে হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের ্উপপরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, চেম্বারের পরিচালক জামাল আহমেদ, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, ইসলামিক ফাউন্ডেশনে উপপরিচালক সরকার সরোয়ার আলম, বিসিকের ডিজিএম মো: রোকন উদ্দিন, বাজার কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আ: মান্নান, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর সিদ্দিক, রাজস্ব কর্মকর্তা মীর হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, কালচারাল অফিসার আয়াজ মাবুদ, শিশু বিষয়ক কর্মকর্তা সোহলে আহমেদ ভ‚ইয়া, ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, খাদ্য অফিসের আনোয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের ডা. ইসরাত জাহানসহ জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, মিষ্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ওয়াইডবিøউসিএ এর সাধারণ সম্পাদিকা আইরিন মুক্তা অধিকারী, রাজগঞ্জ বাজারের সভাপতি তোফাজ্জেল হোসেন, রানীর বাজারের সভাপতি আবুল হাশেম, চকবাজারের সভাপতি আলী আশ্রাফ ও বাদশা মিয়ার বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, দর্পন সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি ও ভোক্তা সাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য ট্রাক শো এর উদ্বোধন করা হয়। যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন বিধান নিয়ে তৈরি করা জারি গান ও থিম সং প্রচার করা হয়। যেখান থেকে বিভিন্ন স্পটে পর্যাপ্ত সংখ্যক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। এছাড়াও জেলা তথ্য অফিসের সহযোগিতায় কুমিল্লার জনগুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।