কসবায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে গত বুধবার রাতে সাপের কামড়ে মো. সাগর মিয়া (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে। সাগরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মো. সাগর মিয়া কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দাপুর গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর ও তার সহপাঠীরা গত বুধবার বিকালে মান্দারপুর গ্রামে বাড়ির পাশে একটি মাঠে ক্রিকেট খেলছিলেন। প্রকৃতির ডাকে পাশের পুকুরের পাড়ে গেলে সেখানে তাকে একটি বিষধর সাপ কামড়দেয়। পরে খেলার মাঠেই ঢলে পড়েন সাগর মিয়া। তার সহপাঠি ও বাড়ির লোকজন তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিসৎক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই দিন রাতে কুমিল্লা মেডিক্যিাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post Under