এমদাদুল হক সোহাগ:
হঠাৎ করেই প্রকোপ বেড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাসের। অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করলেও এখনো অনেক মানুষই অসচেতন ও মাস্ক ব্যবহার করছেন না। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় বিনামূল্যে মাস্ক বিতিরণ ও ব্যানার হাতে দাড়িয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করছে আইটি প্যালেসের কর্মকর্তা ও কর্মীরা। আইটি প্যালেস কুমিল্লার অন্যতম সুনামধন্য কম্পিউটার ও কম্পিউটার এক্সেসরিজ বিক্রেতা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকাল দশটায় কর্মসূচির উদ্বোধন করেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমীন ভূইয়া। এসময় পদচারী, যানবাহন চালক ও যাত্রীদের মুখে মাস্ক পড়িয়ে দেয়া হয়। ব্যানার হাতে দাড়িয়ে সকলকে মাস্ক পড়ার আহবান জানান তারা। তাছাড়া, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যকে নিরাপদ রাখতেও মাস্ক ব্যবহার করার জন্য আহবান জানানো হয়।
আইটি প্যালেসের স্বত্বাধিকারী মো: নজরুল আমীন বলেন, করোন নতুনরুপে আবারো ভয়ঙ্কর আকার ধারন করছে। আমাদের এখনই সচেতন না হলে মহাবিপদ আসতে পারে। প্রাথমিকভাবে আমরা এক হাজার মাস্ক বিতরণ করেছি। ভবিষ্যতে আরো বিতরণের চিন্তা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচি পালন করা হয়েছে।