এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আরো পড়ুনঃ
স্বাধীনতার ৫০ বছর পরও যারা একাত্তরের আদলে স্বাধীনতার মাসে বিশৃঙ্খলা করে, যারা আগুন সন্ত্রাস করে, ইসলামের নাম ব্যবহার করে বিশৃঙ্খলতা সৃষ্টি করে, তারা কোনভাবেই ইসলামের হেফাজত করছে না। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের চালানো তাণ্ডবকে জঙ্গী কার্যক্রম উল্লেখ করে ঘটনার তিনি তীব্র নিন্দা জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, আমাদের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়িঘর পুড়িয়ে দিয়েও তারা ক্রান্ত হয়নি, তারা আমাদের বাবা- মায়ের উপরও হাত তুলেছে। আমরা এ ধরণের কাপুরুষ কুলাঙ্গারদের বিচার চাই। বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।
মতবিনিময়কালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।