সরাইলে দুই চেয়ারম্যানের দ্বন্ধের জেরে যুবক নিহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই চেয়ারম্যানের দ্বন্ধের জেরে প্রাণ গেলো যুবক দেলোয়ার হোসেনের (২০)। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে চারজনকে। পরবর্তী সংঘাত এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে  জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের দক্ষিণপাড়া থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত দেলোয়ার হোসেন (২০) ওই এলাকার আব্দুল হান্নানের পুত্র। এর আগে বুধবার দিবাগত রাত ১২টার দিকে মারা যায় দেলোয়ার।
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান কাশেম আলীকে রাস্তায় পেয়ে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন লাঞ্ছিত করে। পুনরায় সন্ধ্যায় স্থানীয় বাজারে চেয়ারম্যান সাইফুলের লোকজন সাবেক চেয়ারম্যান কাশেম আলীর লোকজনকে পেয়ে লাঞ্ছিত করার চেষ্টা করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির জেরে বর্তমান চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যানের লোকজনের বাড়িতে হামলা করে। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িতে পড়ে। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় দেলোয়ার হোসেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আটক করা হয় চারজনকে। এদিকে পরবর্তী সংঘাত এড়াকে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।’
Post Under