কসবা উপজেলা চেয়রম্যানের সংবাদ সম্মেলন

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব নিয়ে সময় টিভির একটি সংবাদে বক্তব্য দিয়েছেন ব্রা‏হ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর সাবেক এ.পিএস, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া। তিনি আজ বুধবার দুপুরে কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জণাকীর্ণ সংবাদ সম্মেলন করে ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দীপক চৌধুরী বাপ্পী সাহেব আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে জড়িয়ে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন এর জন্য নিশর্ত ক্ষমা চাইতে হবে এবং ওই বক্তব্য যে মিথ্যা তা সময় টিভিতে আবারও প্রচার করতে হবে। নতুবা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ব্রা‏হ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের আগে কসবা উপজেলার বাদৈর এলাকায় একটি মাহফিলে হেফাজত নেতা মামুনুল হক প্রধান বক্তা ছিলেন। ওই মাহফিলে তাঁর অনুমতি ছাড়াই তাকে প্রধান অতিথি হিসাবে পোষ্টার ছাপানো হয়। ওই পোস্টার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠক বসেন তিনি। বৈঠকে মাহফিলটি বাতিল করেন এবং ঘটনাস্থলে উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের নিয়ে মঞ্চভেঙে গুড়িয়ে দেন। পরে গোপনে এসে পাশ^বর্তী শ্যামবাড়ি গ্রামে জনৈক মাওলানা কামাল উদ্দিন দায়েমীর বাড়ির উঠানে আলোচনা করেন হেফাজত নেতা মামুনুল হক।
গত মঙ্গলবার ব্রা‏হ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব নিয়ে একটি সংবাদ সময় টিভির অনলাইনে প্রকাশিত হয়। ওই সংবাদে ব্রা‏হ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী একটি বক্তব্যে বলেছেন, হেফাজত নেতা মামুনুল হক ব্রা‏হ্মণবাড়িয়ায় তান্ডবের আগে আইন মন্ত্রীর এলাকায় মাহফিল করেছেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইন মন্ত্রী আনিসুল হক এর সাবেক এ.পিএস, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া।
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বলেন, মামুনুল হকের মাহফিল হয়নি, পূর্বেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু দীপক চৌধুরী বাপ্পী, উদ্যেশ্য মূলকভাবে দেশে আইন মন্ত্রী আসিনুল হক এবং আমার ভাবমুতি ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে এ বক্তব্য দিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সংবাদিকদের বলেন, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রা‏হ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদে কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় উপজেলার ৪ সহস্রাধিক আওয়ামী নেতা-কর্মী অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। চেয়ারম্যান আরো বলেন, ওই দিন আইন মন্ত্রী আনিসুল হক ব্রা‏হ্মণবাড়িয়াসহ দেশের সার্বক্ষনিক খোজঁ খবর নিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জামাল, কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক পলাশ প্রমুখ।

 

Post Under