নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে দেশ সেরা নির্বাচিত হওয়া খ্যাতনামা বিদ্যাপীঠ নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি বিতার্কিক নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া তাসনিম বিন্তী, ফারহা ইসলাম ও সালফিয়া তানহিয়াত নুজাইমাকে একটি করে ট্যাব উপহার দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বুধবার জেলা প্রশাসক তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ৮ অক্টোবর ঢাকায় সমকাল কার্যালয়ে অনুষ্ঠিত বিএফএফ -সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ডে দেশের ৫২০ টি স্কুল কে টপকিয়ে দেশ সেরা বিদ্যালয় হিসেবে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ বিতার্কিক চ্যাম্পিয়ন হয়। এতে শ্রেষ্ঠ দলনেতার নির্বাচিত হন সালফিয়া তানহিয়াত নুজাইমা। এর আগে গত ১১ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানে ৩ মেধাবী বিতার্কিক নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া তাসনিম বিন্তী, ফারহা ইসলাম ও সালফিয়া তানহিয়াত নুজাইমার হাতে অনুপ্রেরণা হিসেবে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে উৎসাহিত করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।