কসবায় আইনমন্ত্রীর পিতা এড. সিরাজুল হক এমপি’র ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতা হত্যা মামলার রাষ্ট্র পক্ষের প্রধান কৌসুলি, কসবা-আখাউড়ার সাবেক সংসদ সদস্য এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হয়েছে।

কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে সকাল ১০টায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুল সিরাজুল হক বাচ্চু মিয়ার মাগফেরাতে আয়োজিত স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলে কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও নবনির্বাচিত পৌর মেয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. মোশাররাফ হোসেন ইকবাল, আইয়ুব আলী ভূইয়া, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহবায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম। এসময় কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল হান্নান। মোনাজাতের পর আমন্ত্রিত অতিথিদের ভুনাখিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

Post Under