এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা মহানগর আওয়ামীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার সস্ত্রীক ভারত সফর শেষে দেশে ফিরেছেন।
রোববার দুপুরে তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশের সময় এমপি বাহার ও মিসেস মেহেরুন্নেছা বাহারকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আবু হেনা, আখাউড়া ইমিগ্রেশন চেক পোস্ট ইনচার্জ আবু বক্কর, পুলিশের সহকারী উপ পরিদর্শক গোলাম মোস্তফা, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক দুলাল মাহমুদ, কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য তাওহীদ হোসেন মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা টুয়েন্টিফোর টিভির হেড অব নিউজ এমদাদুল হক সোহাগ, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাস্টার প্রমুখ।
এর আগে স্থলবন্দরের ভারত অংশে এমপি বাহার পত্মীকে বিদায় জানান বাংলাদেশ সহকারী হাই কমিশন ত্রিপুরা রাজ্যের আগরতলার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মাদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট পেট্রোলিয়াম ব্যবসায়ী গৌতম ঘোষ।
আখাউড়া থেকে কুমিল্লা আসার পথে কসবা পৌর এলাকায় এমপি বাহারকে ফুলের শুভেচ্ছা জানান কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নুরুল আজম আরজু, সহ সভাপতি জহিরুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলঅম রাফি, তানজিলা ইসলাম আশা, নাইমা আক্তার সহ ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা।
গত ২৮ মার্চ সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার সস্ত্রীক চিকিৎসার জন্য ভারতের আগারতলা এয়ারপোর্ট হয়ে চেন্নায় গমন করেন।