শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ইন্দু ভূষণের মায়ের মৃত্যুতে ব্যক্তি-সংগঠনের শোক

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিকের মমতাময়ী মাতা মান কুমারী ভৌমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ। গত রবিবার ৫ জুন রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়ার বড় বাড়িতে মান কুমারী ভোমিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি পাচ ছেলে ও পাচ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বর্গীয় মান কুমারী ভৌমিক একজন শিক্ষানুরাগী সচেতন মা ছিলেন। তার তিন মেয়ে ও চার ছেলে গ্রেজুয়েট সম্পন্ন এবং সবাই স্ব-স্ব অবস্থানে প্রতিষ্ঠিত।

স্বর্গীয় মান কুমারী ভৌমিক এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল ড. আছাদুজ্জামান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমীন ভূইয়া, কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, অধ্যাপক ইমাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কুমিল্লার সহসভাপতি এসআরএম ফারুক, উপ সচিব আতিকুল ইসলাম, কুমিল্লা টাউনহল ও কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহম্মেদ, কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম, বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক আরিফ মোর্শেদ খান, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, অধ্যাপক মোহাম্মদ আলী, সংগঠক আজাদ সরকার লিটন প্রমুখ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রায় সাড়ে চারশ মানুষ সমবেদনা জানিয়েছেন।

আগামি বুধবার গ্রামের বাড়ি শিমরাইলে শ্রাদ্ধ এবং বৃহস্পতিবার অতিথি আপ্যায়ন করা হবে। প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক বলেন, আমার মা একজন রত্নগর্ভা ছিলেন। আমাদের সাতজন ভাই বোনকে তিনি গ্রেজুয়েট করেছেন। গ্রামকে ভালবেসে গ্রামেই থাকতেন। রবিবার রাতে হঠাৎ করেই তিনি পরলোকগমন করেন।

Post Under