কসবায় দিনব্যাপী রোভিং সেমিনার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য সামনে রেখে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বৃহস্পতিবার (৯ জুন) দিনব্যাপী আয়োজিত সেমিনারে উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, স্থানীয় অপরাধপত্র পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ ঢালী, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আজাদ সরকার প্রমুখ।
সেমিনারে কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫০জন কৃষক অংশগ্রহণ করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

Post Under