নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে । মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় র্যালির মাধ্যমে এই দিবসটি উদযাপন শুরু হয়।
এই র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সায়েন্স ফ্যাকাল্টি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটা হয়। কেক কাটা শেষে বৃক্ষরোপণ করা হয়।
পরবর্তী সাড়ে ১১টা থেকে প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।