এমপি বাহারকে মন্ত্রী বানানোর দাবি মুক্তিযোদ্ধাদের

এমদাদুল হক সোহাগ
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে আগামি সংসদ নির্বাচনে মনোনয়ন সহ মন্ত্রী পরিষদের সদস্য বানানোর দাবি তুলেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের আওয়াতাধীন বীর মুক্তিযোদ্ধাগণ।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৩০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই দাবি জানান। বক্তারা বলেন, এমপি বাহার ও তাঁর চার ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ভারতে ট্রেনিং শেষে দেশে এসে নিজেরা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। এমপি বাহারের এক ভাই স্বাধীনতা পরবর্তীতে জিয়াউর রহমানের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর কুমিল্লাতে জাতির জনকের ছবি টানিয়ে তৎকালীন পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে কুমিল্লা-৬ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। মহানগর আওয়ামীলীগের জন্য তিনি নির্মাণ করেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দৃষ্টিনন্দন দশতলা পার্টি অফিস। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে মন্ত্রী বানানো হলে কুমিল্লা মুক্তিযোদ্ধারা আনন্দিত হবেন বলেও জানান বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছি। সাথের অনেক বন্ধু যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে নাই। মন্ত্রী হয়নি আফসোস নেই। কুমিল্লার আপামর মানুষের জন্য সততার সাথে কাজ করে যাচ্ছি। আমার জীবনের বড় পাওয়া জননেত্রী শেখ হাসিনার স্নেহ মমতা। তিনি আমাকে ছোট ভাইয়ের মতো করে স্নেহ করেন, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন আহাউদ্দিন রেজা বীর প্রতীক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, কুমিল্লা জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মিসেস পাপড়ী বসু প্রমুখ। মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে যুদ্ধকালীন বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন।
এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. একেএম আছাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা একেএম কুতুবুদ্দিন হেলাল, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবীবুর আল আমিন সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Under