এমদাদুল হক সোহগ:
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা জিলা স্কুল কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান দুটি সমান্তরাল গতিতে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড়শো বছরপূর্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন আমি বিশ্বাস করি ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তাদের কর্মগুণ, যোগ্যতা ও কর্মতৎপরতা দিয়ে কুমিল্লাবাসীর মুখ উজ্জল করবে।
বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারের প্রসংশা করে তিনি বলেন, রাশেদা আক্তার একজন যোগ্য প্রধান শিক্ষক। এর আগে জিলা স্কুলে থাকাকালীন সময়েও তিনি তাঁর যোগ্যতার প্রমাণ করেছেন। তিনি জিলা স্কুলে দায়িত্ব নেয়ার পর জিলা স্কুল বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বর্তমানে ফয়জুন্নেছা স্কুলকে তিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে বিশেষ অথিথি ছিলেন কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ইউনুছ ফারুকী, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ। এসময় নারী নেত্রী দিলনাশি মোহসেন সহ অন্যান্য অতিথি, অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর শারীরিক কসরত ও নৃত্য, সঙ্গীতা সহ সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করেন অতিথিদের।