এমদাদুল হক সোহাগ
কুমিল্লা সিটি কর্পোরেশন ও আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মসজিদের ইমামগণ পরিবার নিয়ে থাকার জন্য ঘর নির্মাণের জন্য দ্বিতীয় পর্যায়ে আর্থিক অনুদান দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বুধবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও রাস্তা নির্মান ও পুনর্নির্মাণ, অসহায় ও গৃহহীনদের জন্য ঘর নির্মান, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানকে মোট এক কোটি চল্লিশ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এমপি বাহার বলেন, ইমামগণ মানবেতর জীবন যাপন করেন। সামান্য বেতনে চাকরি করেন। পরিবারের সাথে বসবাস করতে পারেন না। তাদের পরিবারের কথা চিন্তা করে দুই রুম, বাথরুম ও বারান্দা বিশিষ্ট টিনশেড বিল্ডিং ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকার যেসব মসজিদের পাশে ঘর করার জায়গা রয়েছে সেসব মসজিদের কমিটিকে বরাদ্ধ নেয়ার আবেদন করার জন্য বলা হয়েছে। যাদেরকে বরাদ্ধ দেয়া হয়েছে, তাদের কাজের অগ্রগতি বা তদারকি করা হবেও জানান তিনি।
এসময় আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, অজিত গুহ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা ল কলেজের অধ্যক্ষ আলী আজাদ, এমপির রাজনৈতিক সচিব সফিক ইউসুফ আনোয়ার, ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।