মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন, কসবা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও তিন শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রত্নগর্ভা ছয় মাকে সম্মাননা দেওয়া হয়েছে। খাড়েরা মোহাম্মদীয় উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন সামাজিক সংগঠন খাড়েরা ইউনিয়ন যুব সমাজ ও সবুজ সংঘ।
দিনব্যাপী অনুষ্ঠিত বই মেলায় ১০টি স্টল বসে। এতে বিভিন্ন লেখকের বই স্টলে বিক্রি করা হয়েছে। মেলায় ঢাকাতে একুশের বইমেলায় প্রকাশিত লেখক লোকমান হোসেন পলার লেখা মুক্তিযুদ্ধে অমোচনীয় ত্রিপুরা গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।
মেলায় এলাকার রত্নগর্ভা ছয় মাকে সম্মাননা দেওয়া হয়েছে। তারা হলেন ফরিদা ইয়াছমিন, সেলিনা আক্তার, জুহেরা বেগম, মোছা. নাজনিন আক্তার, ছাইদা কামাল ও রৌশনারা বেগম। এ ছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে বই উপহার দেওয়া হয়েছে।
বই মেলা উপলক্ষে বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে তিন শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সবুজ সংঘের সভাপতি ও লেখক লোকমান হোসেন পলার সঞ্চালনায় এবং খাড়েরা গ্রামের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার মো. উবায়েদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার। বিশেষ অতিথি ছিলেন, খাড়েরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ, খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মীর হেলাল উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম, সমাজ কর্মী মো. আবু বক্কর, প্রথম আলো কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন প্রমুখ।