কুমিল্লা জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আশরাফ সম্পাদক ইরফান

এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কর ভবনের নিচতলায় কর আইনজীবী সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৭৩ জন ভোটার থাকলেও ৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী পদে একজনের বেশী প্রার্থী না থাকায় তারা বিনা ভোটে নির্বাচিত হয়। সভাপতি পদে তিনজন যথাক্রমে আলহাজ্ব আশ্রাফ উদ্দিন, উত্তম কুমার পোদ্দার ও আবদুল হামিদ তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ৩২ ভোট পেয়ে সভাপতি পদে জয় লাভ করেন আলহাজ আশরাফ উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বি উত্তম কুমার পেয়েছেন ২৪ ভোট, আবদুল হামিদ তালুকদার পেয়েছেন ১৪ ভোট। নির্বাচনে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপিও ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. ইরফানুল হাসান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লুৎফুর রহমান রাজন, যুগ্ম সম্পাদক বাবর মিয়া। নির্বাহী সদস্যরা হলেন- মো. সামছুল আলম, মো. সালেক ইউসুফ, মো. লিয়াকত আলী, মো. আবুল খায়ের ও সৈয়দ ওয়ায়েছ উদ্দিন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসান বলেন, এবারসহ মোট সাতবার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। সমিতির সদস্যরা বারবার আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে সমিতির কল্যাণে আরো ভালোভাবে কাজ করবো।

Post Under