কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, রক্তশূন্যতা, অপুষ্টি এবং স্বাস্থ্য পরিণতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস এ কর্মশালা বাস্তবায়ন করেন। কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. অরূপ পাল এর সভাপতিত্বে কর্মশালায় তত্ত¡বধায়ন ট্রেইনার ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশীষ শর্মা ও ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য, শিক্ষা কর্মকর্তা নাজমাহুল ইসলাম। কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. মাসুক মিয়ার সঞ্চলনায় কর্মশালায় বক্তব্য প্রদান করেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা অপরাধপত্র পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ ঢালী, কসবা উপজেলা আওয়ামী লীগ নেতা এম এইচ মানিক, সাংবাদিক আবুল কালাম আজাদ, মো. শাখাওয়াৎ হোসাইন প্রমুখ। কর্মশালায় ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধিজন ও স্বাস্থ্য সহকারীরা অংশ্রগ্রহণ করেন।

Post Under