কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও বসবাসরত কসবা উপজেলার ছাত্রছাত্রীদের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

০৬ এপ্রিল বৃহস্পতিবার কুমিল্লা নগরীর বাগিচাগাঁও উইন্ড কনভেনশন হলে আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লাস্থ কসবা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক, কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মেজর মো: ইয়াকুব আলী ভূইয়া, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট চিকিৎসক আরিফ মোর্শেদ খান, কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম, কুমিল্লা টাউনহলের সাধারণ সম্পাদক ও কসবা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন, বিশিষ্ট চক্ষু ডাক্তার মো: বশির আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য সমাজ সেবক মোশাররফ হোসেন ইকবাল চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সংগঠনটির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা।

সংগঠনের সভাপতি মো: নুরুল আজম আরজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সালমা আক্তার ঝুমুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি আল আমিন কাজী রিয়ান, সিনিয়র সহসভাপতি মো: জহিরুল ইসলাম। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ, কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নূর মোহাম্মদ জিসান, কসবা কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ডা. আবদুর রাজ্জাক, কসবা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক এটিএম মোস্তফা কামাল, প্রভাষক দুলাল হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে শতাধিক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

Post Under