কসবা উপজেলার সিরাজুল হক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমান সরকারের প্রভাবশালী আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের বাবার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আইনমন্ত্রী দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া প্রতিষ্ঠানটি জাতীয়করণ করার জন্য চেষ্টা চলছে।
নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নরূপঃ
প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ, ডাকঘর–পানিয়ারূপ, উপজেলা–কসবা, জেলা–ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
০১। প্রভাষক– ইংরেজি (পদসংখ্যা–০১)
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর থাকতে হবে। পাঠদানে পারদর্শী, অভিজ্ঞ ওকম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। (৬ষ্ঠ–দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানে মনমানসিকতা থাকতে হবে। বেতনআলোচনা সাপেক্ষে
০২। প্রভাষক–গণিত (পদসংখ্যা–০২)
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর থাকতে হবে। পাঠদানে পারদর্শী, অভিজ্ঞ ওকম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। (৬ষ্ঠ–দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানে মনমানসিকতা থাকতে হবে।
০৩। প্রভাষক–পদার্থ (পদসংখ্যা–০১)
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর থাকতে হবে। পাঠদানে পারদর্শী, অভিজ্ঞ ওকম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। (৬ষ্ঠ–দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানে মনমানসিকতা থাকতে হবে।
০৪। অফিস সহায়ক (পদসংখ্যা–০১)
এসএসসি/সমমান পাশ।
বি.দ্র. প্রয়োজনে পদসংখ্যা হ্রাস ও বৃদ্ধি করা হবে। কর্তৃপক্ষ যে কোন আবেদন বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ করেন। আগ্রহীপ্রার্থীগণ ০২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর আবেদনকরুন। নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ যেকোন সময় বাতিল করার ক্ষমতা রাখেন।
–অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মোবাইল নম্বর– ০১৭১৪২৬৪৭৪২।