কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

এমদাদুল হক সোহাগ

কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। প্লাস্টিক দূষণের সমাধানেসামিল হই সকলে এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটিউদযাপন করা হয়েছে।

সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি থেকে ব্যানার ফেস্টুন প্লেকার্ড টি শার্টক্যাপ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই স্লোগান করে ধারণ করে  আলোচনাঅনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক পঙ্কজ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপউপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদরাজীব।

এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন,   কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. আবদুল কাইয়ুম, অধ্যক্ষ সফিকুর রহমান, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, বদরুল হুদা জেনু, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, শাহ মোঃ আলমগীর খান, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব প্রমুখ। 

Post Under