কসবা প্রেসক্লাবের প্রয়াত তিন সদস্যের মৃত্যুতে নাগরিক স্মরণসভা ও মিলাদ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রকিব স্বপন, সাবেক আহবায়ক ও কসবা থানা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আবদুল কাইয়ুম এবং সদস্য মো. মোসলেহ উদ্দিন মাষ্টারসহ তিন সদস্যের মৃত্যুতে নাগরিক স্মরণসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কসবা প্রেসক্লাবের আয়োজনে সোমবার (০৫ জুন) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে স্মরণসভায় আলোচক ছিলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পাল, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম, কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো.শফিকুল ইসলাম, উদিচি শিল্প গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন।

কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন ও সহসভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, কসবা থানা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এম. এইচ শাহআলম, সাংবাদিক মো. সোহরাব হোসেন, লোকমান হোসেন, আবুল কালাম আজাদ, আবদুল হান্নান, মরহুম আবদুর রকিবের স্ত্রী সহকারী অধ্যাপক হেলেনা বেগম, মরহুম মোসলেহ উদ্দিনের ছেলে আইনজীবী রায়হান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে কসবা প্রেসক্লাবের পক্ষ হতে প্রয়াত তিন সদস্যের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পরে কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রকিব স্বপনসহ তিন সদস্যের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

Post Under