এমদাদুল হক সোহাগ:
জনপ্রিয় শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের জানাযা সম্পন্ন হয়েছে। বেলা ১২টায় কুমিল্লা সরকারি কলেজ মাঠে প্রথম জানাযা এবং বাদ যোহর কুমিল্লা শাসনগাছা নিজ বাড়ি সংলগ্ন ফোরকানীয়া মাদ্রাসা ও মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায়, মরহুমের সহকর্মী, ছাত্র- শিক্ষক, শুভাকাঙ্খী, স্বজন, এলাকবাসী ও সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
সরকারি কলেজ মাঠে জানাযা শেষে জামাল উদ্দীনের মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন বিএনসিসির সদস্যরা।
অন্যান্যদের মাঝে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. একেএম আছাদুজ্জামান, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক, কুমিল্লা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মেজর মো: ইয়াকুব আলী, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, সচিব প্রফেসর মোহাম্মদ নূর মোহাম্মদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু জাফর খান, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বাহাদুর হোসেন, কুমিল্লা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ, ভিক্টোরিয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্মামী, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আবুল কাশেম, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, বিশিষ্ট ইঞ্জিনিয়ার গোলাম সারওয়ার প্রমুখ। জানাযা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।