এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আজকাল অনলাইন মিডিয়া এ্যাক্টিভিষ্টদের কারণে সমাজের বিস্ফোরন্মুখ অবস্থা। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, প্রত্যন্ত গ্রামে পর্যন্ত অনলাইন টিভি চলছে। দেখা যাচ্ছে এর বদৌলতে যে কেউই সাংবাদিক পরিচয় দিয়ে বেড়াচ্ছে। অথচ তার নেই মিনিমাম পড়াশোনা। ভুল বানানে উল্টাপাল্টা লিখেই চলছে। এতে জনসাধারণ হচ্ছে বিভ্রান্ত, হচ্ছে হয়রানির শিকার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সদস্য সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি এসব কথা বলেছেন
আরো পড়ুনঃ
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতায় সদস্য সাংবাদিকদের পরিচয়পত্র প্রণয়নের উদ্যোগের প্রশংসা করে মোকতাদির চৌধুরী বলেন, যারা দায়িত্বশীল সংবাদকর্মী তাদের যদি পরিচয়পত্র না থাকলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং জনসাধারণকেও অসুবিধায় পড়তে হয়। তাছাড়া প্রত্যেক প্রতিষ্ঠানেরই তার কর্মীদের পরিচয়পত্র থাকাটা জরুরি। এতে বিভ্রান্তির পরিমাণ কম হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরটি যাতে চোর-বাটপার,গুণ্ডা-বদমাশদের হাতে চলে না যায় সেদিকেও সাংবাদিকদের তীক্ষ্ম নজর রাখার আহবান জানান। তিনি প্রেস ক্লাবের সকল ভালো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা তথ্য অফিসার মো. আসাদুল্লাহ কাউসার। প্রেস ক্লাব কার্য নির্বাহী পরিষদ সদস্য মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। পরে প্রধান অতিথি প্রেস ক্লাব সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেন। অনুষ্ঠানে প্রেস ক্লাব সদস্যরা ছাড়াও জেলার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।