ফেনী প্রতিনিধি:
দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে ‘আলোকিত ফেনী-২০২৩’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। আলোকিত ফেনী ফাউন্ডেশনের সহযোগিতায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব ড. কামাল উদ্দিন উদ্দিন আহমেদ।
বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারের সাবেক সচিব পারভীন আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, দৈনিক আমার কাগজ ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেনিথ ফার্মার কর্ণধার ড. বেলাল উদ্দিন আহমেদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন ও ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিকদের মধ্যে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন ও শিক্ষকদের মধ্যে জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি এম. মামুনুর রশিদ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।