এক ঝলক (ডিসেম্বর, ২০২০) প্রকাশ: ডিসে ২৭, ২০২০ Share এক সময় গ্রামে গ্রামে এমন দৃশ্য প্রায়ই দেখা যেতো। শিশুরা সাইকেল ও রিক্সার টায়ার নিয়ে এভাবে খেলায় মেতে উঠতেন। নগরেতো এমন দৃশ্যের খুব কম দেখা মেলে। শিশুটির নাম জাহিদুল ইসলাম। বাসা কুমিল্লা সিটি কর্পোরেশন ভবন সংলগ্ন ধর্মসাগর পশ্চিমপাড়ে। নগরীর গুলবাগিচা স্কুলের তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হবে। সকাল সকাল মোটসাইকেলের পরিত্যিক্ত টায়ার নিয়ে দুরন্তপনায় মেতে উঠেছে। ছবি: এমদাদুল হক সোহাগ Share