এমদাদুল হক সোহাগঃ
কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এসো মিলি প্রাণের উৎসবে, যেথায় থাকি যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে- এ স্লোগানকে ধারণ করে ২০০২ সাল থেকে ২০২২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী, বর্তমান ও সাবেক শিক্ষকদের নিয়ে বুধবার দিনব্যাপীকসবা পৌর এলাকার স্কুল প্রাঙ্গণে ওই পুনর্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ ভূইয়া।
পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তিলোয়াত করেন ইয়াছিন উদ্দিন জনি। স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ২০০৬ ব্যাচের ছাত্র মোঃ এমদাদুল হক সোহাগ। বক্তব্য রাখেন ২০০৫ ব্যাচের শিক্ষার্থী ও পুনর্মিলন অনুষ্ঠানের আহ্বায়ক রাকিবুল হক রোমন, শিক্ষকদের পক্ষে মনিরুজ্জামান মনির, স্কুলের সাবেক শিক্ষক ওবায়দুর রহমান, শিক্ষিকা লাইলা আক্তার লিপি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, শিক্ষক বিল্লাল হোসেন, মোঃ সোলেমান, মামুন ভূইয়া, জালাল উদ্দিন, অন্যতম স্পন্সর বিউটি ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ ওয়াহিদ সরকার, শিক্ষক রয়েল কুমার দাস, শিরিন আক্তার, শারমিন সুলতানা, সুহেল ইসলাম, শাহিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাকিবুল হক রোমন ও সাইদুর রহমান।
শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন সুখ স্মৃতি রোমন্থন করেন। পরে শিক্ষার্থী অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।