কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
‘‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’’ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টায় করোনা ক্ষতিগ্রস্থ কর্মহীন ১২০ জন দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কসবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাংবাদিক মোঃ আবুল খায়ের স্বপন।