কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী তিন শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
খাড়েরা মোহাম্মদীয় উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে এ কর্মসূচীর সহযোগিতা করেন সামাজিক সংগঠন খাড়েরা ইউনিয়ন ছাত্র-যুব সমাজ ও সবুজ সংঘ।
ব্লাড ডোনার সোসাইটি সূত্রে জানা যায়, মহান শহীদ দিবস উপলক্ষে খুলনা জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, চট্টগ্রাম বিল্পব উদ্যান এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে একযোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এদিন খুলনায় ৪ শত ৩৭ জন, চট্টগ্রামে ৩ শত ১২ জন ও কসবায় ৩ শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।
সবুজ সংঘের সভাপতি ও লেখক লোকমান হোসেন পলার সঞ্চালনায় খাড়েরা গ্রামের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার মো. উবায়েদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার।
বিশেষ অতিথি ছিলেন, খাড়েরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ, এবং খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মীর হেলাল উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম, সমাজ কর্মী মো. আবু বক্কর, প্রথম আলো কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন প্রমুখ।
এসময় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মাহমুদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক মো. শরিফ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক আরিফ খন্দকার, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক দিলরুবা ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী রাকিবুল, শামিম, নাজিজ, আফসার, জুবায়ের, রাফি, তাসলিমা প্রমুখ উপস্থিত থেকে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন। সহযোগিতা করেন কুমিল্লা জেলা সমন্বয়ক সাজিদুল ইসলাম, তথ্য বিষয়ক সমন্বয়ক মেহেরবা হাসান, অর্থ বিষয়ক সমন্বয়ক মামুন সরকার, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবী নিয়ামত, ফেনি জেলা সমন্বয়ক ঝর্ণা ইসলাম, তথ্য বিষয়ক সমন্বয়ক মিল্লাত, সহ সমন্বয়ক সোহান ও চাঁদপুর জেলা যোগাযোগ বিষয়ক সমন্বয়ক সিফাত প্রমুখ।