কসবায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম নির্বাচিত

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। মোট ৮৩টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে। বে—সরকারীভাবে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ৮৫ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কসবা উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ছাইদুর রহমান স্বপন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কসবা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূইয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭৬ হাজার ৫৫৬ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে বে—সরকারীভাবে নির্বাচিত হয়েছেন কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন তালা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৪৯ হাজার ১৯১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাঈদা সুলতানা সুপ্রিয়া।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহারিয়ার মুক্তার বলেন, রে—সরকারীভাবে ছাইদুর রহমান স্বপন এবং ভাইস চেয়ারম্যান পদে মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাঈদা সুলতানা সুপ্রিয়া।

Post Under