কসবায় চাচাতো ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত শাওন ঢাকায় গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধান শুকানোর জায়গা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই সুজন ফকিরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামী শাওন ফকিরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শাওনকে গ্রেফতার করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত শাওন ফকির (২৫) কসবার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি নিহত সুজন ফকিরের আপন চাচাতো ভাই।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ধান শুকানোকে কেন্দ্র করে দুই চাচাত ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই শাওন আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানের পর ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন,
“আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় অবস্থান শনাক্ত করে শাওনকে গ্রেফতার করেছি। তাকে কসবা থানায় আনা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”

 

Post Under