কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
উপকারভোগীদের জন্য নির্ধারিত টিসিবি’র পণ্য, তবে তা অমান্য করে বাজারে বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ বাজারের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহারিয়ার মুক্তার এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, টিসিবি’র পণ্য বিক্রির জন্য নয়। টিসিবির সয়াবিন তেলের একটি কার্টুন উপজেলার চারগাছ বাজারে মা আনন্দময়ী ভান্ডারে বিক্রির জন্য দোকানে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় এ ভ্রাম্যমান আদালত। এ সময় ৯ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়। আদালত দোকান মালিক রামানন্দ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহারিয়ার মুক্তার বলেন, “টিসিবি’র পণ্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।” এ নিষিদ্ধ সয়াবিন তেল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৯ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এ ঘটনার সাথে কোন ডিলার জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।