কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়ার কসবায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের কসবা পৌরসভার চড়নাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ ।
স্থানীয়রা জানায়, সকাল ১০ টা থেকেই অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলের পাশে আনমনা হয়ে বসেছিলো। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। দুপুর আড়াইটার দিকে কসবা রেল ষ্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দুরত্বে চড়নাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেস’র নীচে ঝাঁপ দেয় ওই অজ্ঞাত যুবক। এসময় তার দেহ থেকে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরনে ঘটনাস্থলেই মারা যায়।
আখাউড়ার রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।