কসবায় নানা আয়োজনে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
“সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ আগস্ট) কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে কসবায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মোহাম্মদ গোলাম হাক্কানী, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরূপ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার ও উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক কাজী মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা।
এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ৬ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৪ জন দুঃস্থ মহিলার মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এদিকে কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মো. গোলাম হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল হান্নান।

Post Under