কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বেসরকারি শিক্ষকরা।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন। কসবা উপজেলা মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষা পরিবারের সদস্যদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা মানববন্ধন শেষে একটি স্মারকলিপি দিয়েছেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এর কাছে।
এ সময় বক্তব্য রাখেন, খারেরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ, আড়ািইবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, চন্ডিদ্বার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন ভূইয়া, চকচন্দ্রপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার ইয়াকুব আলী, মাদ্রাসা সুপার নুরুল আমিন, আবুল ফয়েজ, সিনিয়র শিক্ষক মো. জামাল উল্লাহ প্রমুখ।