কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদের নির্বাচন বুধবার (০২ নভেম্বর) শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন দলীয় প্রতীক বিহীন অনুষ্ঠিত হয়েছে। মো. মনিরুজ্জামান বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার খাড়েরা ইউনিয়নের ৯টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্ধারিত সময়ের পরও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় মনকাশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌনে ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে পাঁচ হাজার ৫৯৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা কামাল ঘোড়া প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪০৬ ভোট।