কসবায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

কসবা প্রতিনিধি

কসবায় গতকাল বুধবার করোনা সংক্রমণ রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর হস্তক্ষেপে স্বাস্থ্যবিধি মেনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়।
জানা যায়, গতকাল বুধবার কসবা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সহস্রাধিক বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা কার্ডধারী নারী পুরুষ করোনা সংক্রমণ উপেক্ষা করে কসবা মহিলা কলেজ মাঠে সমবেত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত সোনালী ব্যাংক লিঃ কসবা শাখা ব্যবস্থাপক প্রখর রৌদ্র উপেক্ষা করে বৃদ্ধ নারী পুরুষের দীর্ঘ লাইনে দাঁড় করে রাখেন।
এতে ভাতা সুবিধা ভোগীরা প্রচন্ড রোধের তাপে দিশেহারা হয়ে পড়ার সংবাদ পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে ভাতা প্রদানের জন্য সোনালী ব্যাংক লিঃ কসবা শাখা ব্যবস্থাপক মোঃ নুরুল হককে নিদের্শনা দেন। পরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ওয়ার্ড ভিত্তিক ভাতা প্রদান করেন।

Post Under