কুমিল্লায় কাভার্ডভ্যান সহ তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি আটক

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:
কুমিল্লায় টাস্কফের্সের অভিযানে কাভার্ডভ্যান সহ তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি আটক করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন টাস্কফোর্স। এসময় একটি কাভার্ডভ্যান তল্লাসী করে তিন কোটি আট লক্ষ আট হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ আতশবাজি আটক করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় চালক-হেলপার সহ চোরা-কারবারিরা।
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে ০১ টি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে ওই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।

 

Post Under