র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার নাঙ্গলকোট থানাধীন নাওগোদা পশ্চিম পাড়া এলাকা হতে “ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা এবং গুজবের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার জন্য’’ একজন গ্রেফতার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ এপ্রিল ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন নাওগোদা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যম “আরিফ বিল্লাহ’’ফেসবুক আইডি ও “ফজিলত বর্ণনা’’ ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, উস্কানীমূলক ভিডিও , অপপ্রচারমূলক লেখা পোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার জন্য একজন’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নাওগোদা পশ্চিম পাড়া গ্রামের মোঃ হাছান আহমদ এর ছেলে মোঃ আরিফ বিল্লাহ (১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগে মাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উস্কানীমূলক ভিডিও পোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।