গ্রেটার কুমিল্লা:
করোনা রোগীদের চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন শৈশব বন্ধু কুমিল্লার প্রতিনিধিরা। শনিবার বিকালে নগরীর তালপুকুরপাড়স্থ জাগ্রত মানবিকতার কার্যালয়ে অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার দুটি জমা করা হয়।
সিলিন্ডার গ্রহণ শেষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা শৈশব বন্ধু কুমিল্লা সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে করোনা রোগীদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার প্রদান শেষে সংগঠনের শৈশব বন্ধু কুমিল্লার আহবায়ক ইকরামুল ইসলাম রুবেল, সদস্য সচিব তারিক হোসেন বাদল বলেন, শৈশব বন্ধু কুমিল্লা সব সময় আর্তমানবতার জন্য কাজ করে। সেই ধারাবাহিকতায় করোনা আক্রান্ত রোগীদের জন্য দুটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজ অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শৈশব বন্ধু কুমিল্লার যুগ্ম আহবায়ক জাকারিয়া ভূইয়া, যুগ্মসচিব আকতার হোসেন, যুগ্ম সচিব নাছিরুল ইসলাম মজুমদারসহ অন্যান্যরা।