এমদাদুল হক সোহাগ:
মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে দেশের মানুষকে বাঁচাতে এবং ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিজাত শপিং মলের দোকানে দোকানে ঘুরে নো মাস্ক নো সেল ক্যাম্পেইন শুরু করেছেন কিছু তরুণ-তরুণী। তারা সকলে রংতুলি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের গুরুত্ব বুঝানোর পাশাপাশি তারা সকল দোকানের দৃশ্যমান স্থানে নো মাস্ক নো সেল এবং ক্রেতা বিক্রেতার করনীয় পরামর্শমূলক স্টিকার সাটিয়ে দিচ্ছেন।
রবিবার সকালে কুমিল্লা নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজায় ওই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান। এসময় ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: নুরে আলম ভূইয়া, সেক্রেটারি মো: মঞ্জুরুল আলম ভূইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবীরা জানান কুমিল্লার সকল বিপনী বিতানে ওই প্রচারনা চালানো হবে। ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন, রংতুলি ফাউন্ডেশনের সভাপতি পিন্টু চন্দ্র সরকার, সহসভাপতি কাজী সাঈদা সুমাইয়া নুর, সাধারণ সম্পাদক আদিব হাসনাত, অর্থ সম্পাদক আবু ফয়েজ হৃদয়, পোগ্রাম চেয়ারম্যান সামান্তা নিঝুম, কো-চেয়ারম্যান মোজাম্মেল হক রাব্বি, আয়েশা আক্তার ফাইজা, কার্যকরি সদস্য আমিরুল আলিফ, সাধারণ সদস্য মানসুরা মিমি, উম্মে সুমাইয়া, সাখাওয়াত হোসেন আলম, সাব্বির হোসেন, খাজা পিয়ারী ওয়াফা, আবু শাহরিয়ার সিজান, তাজদিয়া সারোয়ার, সামিরা আলম।