নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) থেকে আজিজুর রহমান চৌধুরীঃ
লাল হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশন ও বাংলাদেশী আমেরিকান সোসাইটি যৌথ উদ্যোগে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে বিধবা ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের কর্মসুচি গ্রহন করেছেন। এরই অংশ হিসাবে আজ ২১ নভেম্বর সকালে লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন কার্যালয়ে সদর ইউনিয়নের ২২ জন বিধবা ও অসহায় মহিলাদের মাঝে সহায়ক হিসেবে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন সংস্থার নিবার্হী পরিচালক মোঃ মোজেল উদ্দিন ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যাবস্থাপক আব্দুল মোমেন, দেলোয়ার আলম চৌধুরী,মাসুদ রানা, জিয়া চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন ও বাংলাদেশী আমেরিকান সোসাইটি যৌথ উদ্যোগে উপজেলা ১৩ টি ইউনিয়নে ১০৩ জন অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে ।
উদ্বোধক লাল হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশনকে সার্বিক সহায়তা করার জন্য উপস্থিত সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহবান জানান।