জনপ্রিয় শিক্ষক প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দীনের ইন্তেকাল

এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা সরকারি মহিলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর জনপ্রিয় শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দীন (৫৩) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি ১৬তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকাকালীন সম্প্রতি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদায়ন লাভ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দীনের ছোটভাই জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় কুমিল্লা নগরীর পুলিশ লাইন মসজিদে প্রথম জানাযা এবং বাদ যোহর নিজ বাড়ি শাসনগাছা ফোরকানীয়া মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

Post Under