এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতির পর ফের বাড়ছে মেঘনা নদীর পানি। তবে মেঘনার পয়েন্টসহ জেলার তিতাস নদীর অপর চারটি পয়েন্টে বিপদ সীমার নিচ দিয়েই পানি প্রবাহিত হচ্ছে বলে সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রঞ্জন কুমার দাস জানান, ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীর পানি নতুন করে বৃদ্ধি পেতে শুরু করছে। তবে মেঘনা নদীর পানি বিপদ সীমার ১৪১ সেন্টিমিটারে নিচে আছে। আর তিতাস নদীর চারটি পয়েন্টে বিপদ সীমার নিচে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিতাস নদীর নবীনগর পয়েন্টে বিপদ সীমার ৭ সেন্টিমিটার, সরাইলের আজবপুর পয়েন্টে বিপদ সীমার ৫৪ সেন্টিমিটার, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কুরুলিয়া পয়েন্টে বিপদ সীমার ৬০ সেন্টিমিটার এবং গোকর্ণঘাট পয়েন্টে বিপদ সীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হাওড়া নদীর পানি গঙ্গাসাগর পয়েন্টে ১৪৯ সেন্টিমিটার ও আখাউড়া পয়েন্টে ৮৩ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধির পরিমাণ আগের চেয়ে অনেক কম হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পানি বৃদ্ধির বিষয়টি নজরদারি করা হচ্ছে।