ফেল থেকে পাসের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা পাসের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের মূল ফটকে তালা ঝুলানো সহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিমকে অবরুদ্ধ করে রেখেছেন।
রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ, শিক্ষা বোর্ডের প্রধান ফটক ও বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ভবনের ফটক আটকে দেন।

জানা গেছে, সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলে অকৃতকার্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে একত্রিত হয়ে সকাল থেকে শিক্ষা বোর্ডে ঢুকে পড়েন। এসময় তারা শিক্ষা বোর্ডের বৈষম্যমূলক সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলাফল প্রকাশে ত্রুটি হয়েছে দাবী করে তাদের ফলাফল একদিনের মধ্যেই ফেল থেকে পাসে পরিবর্তন করার দাবী জানান। এক পর্যায়ে তারা বোর্ডের মূল ফটকটি তালা দিয়ে দেন। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি বোর্ড চেয়ারম্যানের কাছে গিয়ে তাদের দাবী জানান।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিম শিক্ষার্থীদের দেওয়া লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে জানিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদের আশ্বাস দেন। তারা সেই আশ্বাস মেনে ফটকে এলেও নিচে অবস্থানরত শিক্ষার্থীরা তা মেনে নেয়নি। তারা আজকের মধ্যেই সবার পাসের ফল পেতে চান বলে সাফ জানিয়ে দেন।

ফেল করা শিক্ষার্থী আলামিন বলেন, অনেকে ৭টা সৃজনশীল লিখে পাইছে ৩। আমি ফেল করার ছাত্র না। তাও ফেল দিয়েছে। এটা বৈষম্য। আমাদের বলা হচ্ছে আবার ফলের জন্য আবেদন করতে। আমরা কেন ১৫০ টাকা খরচ করব? আমরা আজই ফল চাই।

এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.  মো. আসাদুজ্জামান বলেন, আমরা তাদের বলেছি ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে। আমরা তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানাব। কিন্তু তারা তা না শুনেই ফটকের সামনে বসে আছে। তারা আজই ফল পরিবর্তন চায়। ফেল করা সকলকে পাস দেখাতে দাবি করছে।
এদিকে শিক্ষার্থীদের এমন আন্দোলনে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সংবাদ লেখা পর্যন্ত রাত সাতটায় শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড অবরুদ্ধ করে রাখেন।

Post Under